বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে দুই বছরেও চালু হয়নি ম্যাটস ভবন

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৫০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

জয়পুরহাটে দুই বছর আগে হস্তান্তর হলেও এখনো চালু হয়নি ম্যাটস ভবনটি। ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ক্যাম্পাস ও আধুনিক স্থাপনার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ভবনটি জেলার ক্ষেতলাল উপজেলার বটতলীতে অবস্থিত। ফলে দৃষ্টিনন্দন ক্যাম্পাস ও আধুনিক স্থাপনা থাকলেও নেই কার্যক্রম ।

নিয়োগ দেওয় হয়নি জনবল, সাজানো হয়নি আসবাবপত্র , এমনকি এখনো দেওয়া হয়নি বিদ্যুৎ সংযোগও । ফলে কোটি কোটি টাকার এই সরকারি প্রতিষ্ঠানটি এখন যেন নীরব পরিত্যাক্ত একটি স্থাপনা মাত্র।

২০২০ সালে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের পাশে বটতলীতে ম্যাটসের নির্মাণকাজ শুরু হয়। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩০ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে প্রতিষ্ঠানটি নির্মাণ করেন ময়মনসিংহের ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এস. এন্টারপ্রাইজ। নির্মাণ কাজ শেষে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন জয়পুরহাট সিভিল সার্জন ডা: ওয়াজেদ আলীর কাছে ভবনটি হস্তান্তর করেন ঠিকাদারি প্রতিষ্ঠান এম.এস. এন্টারপ্রাইজ। এমটিই জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র ।

সরেজমিন দেখা গেছে, সুন্দরভাবে নির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে একটি একাডেমিক ভবন, অধ্যক্ষের বাসভবন, স্টাফ কোয়ার্টার, ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে দুটি আবাসিক হল, গ্যারেজ, জেনারেটরসহ অন্যান্য ভবন। আর মাঝখানে রয়েছে একটি ছোট পুকুরও । কিন্তু দীর্ঘদিন অব্যবহৃত থাকায় ভবন ও সড়কের পাশে এখন জন্মেছে ঘাস ও আগাছা ।

ক্ষেতলাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: কে.এম. জোবায়ের গালীব জানান, চলতি বছরের জানুয়ারিতে আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এখনো অন্যান্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি। নেই আসবাবপত্র ও বিদ্যুৎ সংযোগ । স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে একজন নৈশ প্রহরী রাখা হয়েছে। প্রতিষ্ঠানটি দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা বিভাগের পরিচালক বরাবরে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, আগামী বছর চালু হতে পারে এই প্রতিষ্ঠানটি । তবে ম্যাটস হিসেবে নয়,  এখানে শুরু হতে পারে রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং (আরএফএসটি) কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর