রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের পাল্টা জবাব

অনলাইন ডেস্ক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিউজিল্যান্ডের রান পাহাড়ের বিপরীতে একদমই ভড়কে যায়নি ওয়েস্ট ইন্ডিজ। বরং কাভেম হজের চমৎকার ব্যাটিংয়ে পাল্টা জবাব দিচ্ছে ক্যারিবিয়ানরা। ম্যাচের তৃতীয় দিন শেষেও তাই পরিষ্কারভাবে এগিয়ে নেই কোনো দল।

মাউন্ট মঙ্গানুইয়ে তিন দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৩৮১ রান। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। চতুর্থ দিন তাই ১৯৪ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করবে সফরকারীরা।

তুলনামূলক ব্যাটিং সহায়ক উইকেটে তিন দিন মিলিয়ে মাত্র ১৪ উইকেট হারিয়েছে দুই দল। এর মধ্যে তৃতীয় দিনে পুরো ৯০ ওভার খেলে ৬ উইকেটে ২৭১ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিনা উইকেটে ১১০ রানে দিন শুরু করেছিল তারা।

নতুন দিনের শুরুতেই আগের দিনের দুই অপরাজিত ওপেনার জন ক্যাম্পবেল (৬৭ বলে ৪৫) ও ব্র্যান্ডন কিংয়ের (১০৪ বলে ৬৩) উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর দায়িত্ব নেন হজ। ২৫তম ওভারে ক্রিজে গিয়ে সারা দিনে আর আউট হননি ৩৩ ছুঁইছুঁই ব্যাটার।

অন্য প্রান্তের ব্যাটাররাও ভালো শুরু করেন। কিন্তু কেউই ইনিংস টেনে নিতে পারেননি। টেভিন ইমলাচ ২৭, আলিক আথানেজ ৪৫ ও জাস্টিন গ্রিভস ৪৩ রান করে ড্রেসিং রুমে ফেরেন। গ্রিভসের সঙ্গে পঞ্চম উইকেটে ৮১ রানের জুটি গড়েন হজ।

ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করে দিন শেষে ১০৯ রানে অপরাজিত হজ। ২৫৪ বলের ইনিংসে এখন পর্যন্ত ১৪টি চার মেরেছেন তিনি। অন্য প্রান্তে তার সঙ্গে আছেন ১২ রান করা অ্যান্ডারসন ফিলিপ। দুইজন শুরু করবেন চতুর্থ দিনের খেলা।

খাদ্যে বিষক্রিয়ার কারণে শনিবার ব্যাটিংয়ে নামেননি শাই হোপ। ধারণা করা হচ্ছে, চতুর্থ দিন ব্যাট করতে পারবেন তিনি। যা ওয়েস্ট ইন্ডিজের জন্য হতে পারে বাড়তি সুবিধার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর