মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
উত্তরা পশ্চিমে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জন গ্রেফতার মহান বিজয় দিবসে বিমানবাহিনীতে অনারারি কমিশন প্রদান মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা চারঘাটে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত ভারতীয় ট্রলার ডুবির ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীকে জড়িয়ে প্রচার ‘ভিত্তিহীন’ পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড বাংলাদেশের মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে অব্যাহতি বলিউডের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’ নিয়ে যে কারণে ক্ষুব্ধ পাকিস্তান ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধান উপদেষ্টা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে খুচরা সার বিক্রেতাদের বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫


সিরাজগঞ্জে খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা ও টিও লাইসেন্সের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করেছে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা। মানবন্ধন শেষে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বুধবার দুপুরে সিরাজগঞ্জ আদালত চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়নের সার বিক্রেতারা অংশ নেন। মানববন্ধনের আগে একটি বিক্ষোভ মিছিলে শুরু করে এস.এস রোড প্রদিক্ষকরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যলয়ের সামনে শেষে করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সামছুল আলম, সাধারণ সম্পাদক রুহুল আমিন খন্দকার, সার বিক্রেতা আবুল হাসেম, শফিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, আহসান হাবিব রাসেলসহ সংগঠনের সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারের প্রণীত নতুন সার বিক্রয় নীতিমালা দেশের ৪৪ হাজার খুচরা সার বিক্রেতাকে অস্তিত্বের সংকটে ফেলেছে। বক্তারা অভিযোগ করেন, পুরাতন নীতিমালা বিলুপ্ত করে নতুন নীতিমালা কার্যকর করার ফলে দীর্ঘদিন ধরে কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়া বিক্রেতারা এখন বেকার হওয়ার আশঙ্কায় রয়েছেন। তারা বলেন, “আমরা বছরের পর বছর কৃষকদের পাশে থেকে ঋণ ও বাকীতে সার সরবরাহ করে আসছি। নতুন নীতিমালা কার্যকর হলে আমাদের জীবিকা ও কৃষক উভয়েরই ক্ষতি হবে।” বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, পূর্বের নীতিমালা পুনর্বহাল করে খুচরা বিক্রেতাদের টিও লাইসেন্স প্রদান করা হোক। অন্যথায় তারা বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন।
মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ জেলার প্রশাসকের মাধ্যমে কৃষি উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর