রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানার বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করা হয়।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতাররা হলেন-মো.আফজাল (৩২), কুাল (৩৬), মো. ইমরান (৩৮), মো. শফিকুল ইসলাম (৩৩),
মো. রবিউল আউয়াল সানি (২৯),মো. রাসেল (২১),মো.রবিউল (১৯), সিমা আক্তার (২৪),
ডলি বেগম (৩৮), মো.তৌকিক আলিফ ( ২৬),
রিপন (২৮), মোবারক (২৫), মো. সোহেল ( ২৩), ইব্রাহিম (২৩) ও পাপ্পু (২৮)। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি ৩জন, মাদকদ্রব্য- ২ জন,পরোয়ানা -২ জন,ডিএমপি ভুক্ত ৮জন।
একইদিনে আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়।
আদাবর থানা এলাকায় গ্রেফতাররা হলেন-মো. মিরাজ সিকদার (৩৬),মো. রানা হাওলাদার (৩০), মো. শাকিল হোসেন (২৪), মো. মিলন (৩৩), মো. শিমুল হাওলাদার (২২), মো. হারুন (৪৫), মোছা. রুবি (৫০), মো. দেলোয়ার শেখ (রুহান)(২৬), মো. নজরুল ইসলাম (৪০) ও মো. আনারুল হোসেন বাদশা(২৬)। এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি ৩জন,মাদকদ্রব্য- ২ জন, পরোয়ানা ২জন, ডিএমপি ভুক্ত ৮জন।
ডিসি মো.ইবনে মিজান বলেন,গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।