শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে শীতার্ত মানুষের পাশে বিজিবি: সীমান্তবর্তী এলাকায় কম্বল বিতরণ

রাজশাহী প্রতিনিধি : / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

তীব্র শীত ও ঘন কুয়াশায় রাজশাহী অঞ্চলের জনজীবন যখন বিপর্যস্ত, বিশেষ করে সীমান্তবর্তী এলাকার অসহায় ও দুঃস্থ মানুষ যখন চরম দুর্ভোগে ভুগছে, তখন মানবিক দায়িত্ববোধ থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় রাজশাহী সেক্টর, সীমান্ত ব্যাংক ও রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (৬ ও ৯ জানুয়ারি ২০২৬) রাজশাহী ব্যাটালিয়নের অধীনস্থ চরমাজারদিয়া, খানপুর ও সাহেবনগর বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় বসবাসরত অসহায়, দুঃস্থ ও শীতার্ত জনগণের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

এর আগে, ১০ জানুয়ারি সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)-এর নিজস্ব ব্যবস্থাপনায় শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুল মাঠে শালবাগান এলাকার শীতার্ত ও প্রতিবন্ধী জনগণের মাঝেও কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে ১১ জানুয়ারি আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ, মাদক, মানব ও অস্ত্র পাচার রোধসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডেও বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ মহোদয়ের নির্দেশনায় সারা দেশের সীমান্তবর্তী এলাকায় প্রতিটি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে রাজশাহী সেক্টরের অধীনস্থ পাঁচটি ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক ঘোষিত মূলনীতি বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক, বাস্তবায়নে বিজিবির প্রতিটি সদস্য বদ্ধপরিকর বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মুখে সামান্য স্বস্তি আনতে পারা বিজিবির জন্য গৌরবের বিষয়। এ মানবিক সহায়তা জনগণের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যকার পারস্পরিক আস্থা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি, জি, ম্যানেজার সীমান্ত ব্যাংক রাজশাহী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এর অন্যান্য সদস্যরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর