মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
শিশুর অশ্লীল ছবি তুললে তথ্য যাবে সিআইডির কাছে: নিখোঁজ শিশু উদ্ধারে চালু হলো ‘মুন অ্যালার্ট’ ও হেল্পলাইন ১৩২১৯ অনৈতিকতার বিরুদ্ধে জিরো টলারেন্স: মানিকগঞ্জের ঘটনায় কঠোর অবস্থানে আনসার ও ভিডিপি ভেঙে যাচ্ছে সংসার, রোজার পুরোনো ভিডিও ভাইরাল মার্কিন নাগরিকদের ইরান ত্যাগ করার নির্দেশ যুক্তরাষ্ট্রের দেশে বন্ধ হয়েছে ৮৮ লাখের বেশি সিম নিজ নাগরিকদের ‘এ মুহূর্তে’ ইরান ছাড়তে বলল যুক্তরাষ্ট্র মেলেনি প্রশ্নফাঁসের প্রমাণ, প্রাথমিকের ফল প্রকাশ নিয়ে যা বললেন কর্মকর্তা জাতীয় নির্বাচন; কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ ফেব্রুয়ারি সিইসির সঙ্গে বিকেলে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মার্কিন নাগরিকদের ইরান ত্যাগ করার নির্দেশ যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে। দেশটির ভার্চুয়াল দূতাবাস স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ সংক্রান্ত একটি সতর্কতা জারি করে।


নির্দেশনায় বলা হয়েছে, ইরানে চলমান বিক্ষোভ ক্রমেই তীব্রতর হচ্ছে এবং যে কোনো সময় তা সহিংস রূপ নিতে পারে। এতে গ্রেপ্তার ও আহতের সংখ্যা বাড়ার পাশাপাশি সড়ক ও গণপরিবহণ বন্ধ হয়ে যেতে পারে। একই সঙ্গে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

চলমান পরিস্থিতির কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা অন্তত আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ইরানে ফ্লাইট বাতিল বা স্থগিত করেছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র তার নাগরিকদের স্থলপথে আর্মেনিয়া বা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়, ইরানে ইন্টারনেট দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকতে পারে—এমন প্রস্তুতি রাখতে হবে। যোগাযোগের বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করতে হবে।

এ ছাড়া, সংকটকালে যুক্তরাষ্ট্র সরকারের সরাসরি সহায়তার ওপর নির্ভর করে কোনো পরিকল্পনা না রাখার আহ্বানও জানানো হয়েছে ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের।

আর যারা ইরান ছাড়তে পারবেন না তাদের কোনো নিরাপদ স্থানে চলে যাওয়া এবং খাবার মজুদ করার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস। তারা বলেছে, ‘যদি আপনি ইরান ছাড়তে না পারেন তাহলে আপনার আবাসস্থল বা অন্য কোনো ভবনে নিরাপদ আশ্রয় খুঁজে নিন। খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুদ করে সঙ্গে রাখুন।’

এছাড়া যেসব জায়গায় আন্দোলন চলছে সেসব জায়গায় না যেতেও আহ্বান জানানো হয়েছে মার্কিন নাগরিকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর