সিরাজগঞ্জের সলঙ্গায় জমজম ফার্মেসীর ৩য় বর্ষপূর্তি উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
শনিবার দিনব্যাপী সলঙ্গা বাজারের মাদ্রাসা মোড় এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক মানুষের রক্তের শর্করা পরীক্ষা করা হয়। পরীক্ষার পাশাপাশি অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে পরামর্শ দেওয়া হয়। শেষে মিষ্টি বিতারণ করা হয়।
জমজম ফার্মেসীর স্বত্বাধিকারী হেলাল উদ্দিন জানান, প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ফার্মেসীর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।