নেপালের পোখরায় অনুষ্ঠিতব্য সাফ অ-১৯ নারী ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ৩১ জানুয়ারি। বাংলাদেশ নারী দল গতকাল কাঠমান্ডু পৌঁছায়। তবে আজ সকালে কাঠমান্ডু থেকে পোখরার ফ্লাইটে বিলম্বের কারণে দলের অনুশীলন বাতিল করতে হয়।
নেপাল সময় সকাল সাড়ে সাতটায় বাংলাদেশের ফ্লাইট বুদ্ধা এয়ারলাইন্সে থাকা সত্ত্বেও কাঠমান্ডু বিমানবন্দরে বৈরী আবহাওয়া ও দৃশ্যতার সংকটের কারণে ফ্লাইট ৫ ঘণ্টা বিলম্ব হয় এবং দুপুর দেড় টায় পোখরায় পৌঁছায়।
ফ্লাইট বিলম্বের কারণে ক্লান্তি দেখা দেয় আলপি আক্তারদের। তাই হেড কোচ বাটলার আজকের অনুশীলন বাতিল করেন, যাতে খেলোয়াড়রা যথাযথভাবে রিকভারি করতে পারেন।
পরশু বাংলাদেশ নারী দল ভুটানের বিপক্ষে মাঠে নামবে। টুর্নামেন্টে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে এবং শীর্ষ দুই দল ৭ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে। বাংলাদেশ দলের জন্য এটি প্রথমবারের মতো সাফ অ-১৯ নারী ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ। দলের প্রস্তুতি ঢাকায় শুরু হলেও হেড কোচ বাটলার নেপালে খেলোয়াড়দের সঙ্গে রয়েছেন।