বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

তাড়াশে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত তিন

নিজস্ব প্রতিবেদক: / ২৫৬ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৮:২৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে যাত্রীবাহী বাস উল্টো লেনে এসে পর পর দুটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩জন । শনিবার দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার খালকুলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তিন জনের মধ্যে ২ জনের নাম পরিচয় পাওয়া গেছে অপর জনের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতরা হলো, রাজশাহীর বাঘা থানার আব্দুল আজিজ (৪৫), পাবনার ইশ্বরদীর কাদিমপাড়া গ্রামের মনছের আলীর ছেলে মেরাজুল (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে ঢাকাগামী আরপি পরিবহনের একটি বাস খালকুলা এলাকায় পৌঁছানোর পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ডানদিকে উল্টো লেনে চলে যায়।

এ সময় ওই লেনে থাকা একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর পেছনে থাকা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আর নিহতদের মরদেহ ও দুর্ঘনা কবলিত বাস-ট্রাক থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir