সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে রবিবার (২৩ নভেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা নেই।
তিনি বলেন, “আজকে দেখুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। তবে নির্বাচনের সময় বিভিন্ন দলের বিক্ষোভ-মিছিল এবং সভা-সমিতির সংখ্যা বেড়ে যাবে।”
‘আমরা যখন দায়িত্ব নিয়েছি, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মধ্যেই ছিল। পরে গেল দেড় বছরের চেষ্টায় উন্নতির দিকে গেছে,’ যোগ করেন তিনি।
একজন নিরাপত্তা বিশ্লেষক বলছেন, দেশে যে পরিমাণ অপরাধ চলছে, তাতে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে আমরা ক্রান্তিকাল পার করছি কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা একজন নিরাপত্তা বিশ্লেষকের মন্তব্য। আর সে কীভাবে নিরাপত্তা বিশ্লেষক হলো, সেটাও আমি জানি না। এখন আমাদের দেশে সবাই বিভিন্ন বিষয়ে বিশ্লেষক। কিন্তু কে কোন যোগ্যতায় হয়েছে, তা আমার জানা নেই। আর না জানলে আমি তার বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না।’
ভূমিকম্প নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘অন্য কোনো দেশে ভূমিকম্প নিয়ে কোনো আগাম সতর্কতা আছে কি না, আমার জানা নেই। তবে আমাদের দেশে নেই। অনেক দেশে নাকি একটা অ্যাপ আছে, যে দশ সেকেন্ড আগে সতর্কতা দেওয়া যায়। এমন একটা অ্যাপ খোলা যায় কি না, আমরাও সেই চিন্তা করছি।’
‘অনেকে বলে, একটা ভূমিকম্প হওয়ার পরে এক–দেড় ঘণ্টা পর আরেকটা হওয়ার শঙ্কা থাকে। এক–দেড় ঘণ্টা পর সেই শঙ্কা কমে যায়। কিন্তু আমাদের দেশে তো একটা হওয়ার পর ছোট আকারে আরেকটা হয়েছে। আমরা এ বিষয়ে বিশেষজ্ঞ নই। পরবর্তীতে আবহাওয়াবিদদের সঙ্গে কথা বলবো।’
বাড়িঘর তৈরি করার সময় বিল্ডিং কোট মেনে চলতে হবে। এটা না মেনে চললে এমন আশঙ্কা সৃষ্টি হতেই পারে। জলাশয় ভরাট করা যাবে না, এটাতেও ঝুঁকি তৈরি করে। যেমন আমাদের মাঠ নেই, এগুলো ভবিষ্যতে ভাবতে হবে।
ফায়ার সার্ভিস এ ধরনের দুর্যোগ মোকাবিলায় কতটা প্রস্তুত জানতে চাইলে উপদেষ্টা বলেন, কত বড় দুর্যোগ হতে পারে, সেটার ওপর নির্ভর করবে। ছোট যেসব দুর্ঘটনা ঘটছে, সেগুলো তো মোকাবিলা করার জন্য প্রস্তুত। বড় ধরনের কিছু ঘটে গেলে, সেটা তো বলা যাচ্ছে না।
ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান সোহেলকে আটক করা প্রসঙ্গে তিনি বলেন, ওই সাংবাদিক যে কাজটা করেছেন, সেটা সাংবাদিক হিসেবে করেননি, উনি সাংবাদিকতার প্রশ্নে ওখানে যাননি।
গত ১৫ বছরে যে ধরনের সব অস্ত্র ব্যবহার হয়েছে এর মধ্যে সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দামের দুটি অস্ত্রের তথ্য পাওয়া যায়নি- এ বিষয়ে তিনি বলেন, বৈধভাবে নিলে তার রেকর্ড অবশ্যই আছে। আর যদি অবৈধভাবে ব্যবহার করে থাকে, তাহলে সেই রেকর্ড থাকার কথা না।