উপমহাদেশের প্রখ্যাত পীরে কামেল হযরত খাজা এনায়েতপুরী (রঃ) পাক দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাজা শাহ্ কামাল উদ্দিন নুহু মিয়াকে বুধবার (২৬ নভেম্বর) বাদ জোহর বিশ্বশান্তি মঞ্জিলে নামাজে যানাজা শেষে দরবার শরীফে দাফন করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তিনি খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ইন্তেকাল (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজিউন) করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৩ বছর, তিনি বড় হুজুর খাজা শাহ ইউনুস আলী (র:) তৃতীয় সাহেবজাদা। ৩ ছেলে ৫ মেয়ে, স্বজন ও গুনগ্রাহী সহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।
হযরত খাজা শাহ কামাল উদ্দিন নুহু মিয়া ছিলেন দরবার শরীফের তৃতীয় সাজ্জাদানশীন হুজুর।
জানাযা নামাজে হুজুর পাকের আওলাদগন এবং বিপুল সংখ্যক মুসুল্লি ও জাকের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। হুজুরের মৃত্যুর খবরে দেশে বিদেশের জাকের বৃন্দ ও বিশ্বশান্তি মঞ্জিল এলাকা সহ সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।