সিরাজগঞ্জের সলঙ্গায় ধুবিল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সলঙ্গা থানার ধুবিল আমতলা বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য ও সিরাজগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী রাহিদ মান্নান লেনিন।
দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আয়োজনে খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।