ভারত ও বাংলাদেশের কীর্তনিয়াদের নিয়ে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার জিধুরী (আদালতপাড়া) গ্রাম বাসির উদ্যোগে শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির অঙ্গনে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে মহানামযজ্ঞ শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন।
এদিকে ১২ ডিসেম্বর অনুষ্ঠান শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।
অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির সভাপতি শ্রী গোপাল চন্দ্র সাহা বলেন, ৪ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে ২ টি ভারতীয় কীর্তনীয়া দল দুটি দেশ বরেণ্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন।
এরমধ্যে লীলা কীর্তনে ছিলেন ভারতের শ্রী পলাশ রায় নবদ্বীপ ও ভারতের কলকাতার কৌশিক ব্যানার্জী, দেশ বরেণ্য কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন নাটোরের শ্রীমতি সুবর্ণা রানী সরকার ও দিনাজপুরের কুমারী অর্পিতা সরকার (মনা)।
এবার এ অনুষ্ঠানে জেলাসহ আশপাশের জেলার প্রায় চার হাজার ভক্তের আগমন ঘটে। অষ্টকালীন লীলা কীর্তনের রাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়। অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে জগজ্জীবের কল্যাণ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়। জাগতিক, জীবনবোধ-মহানামের প্রেম সুধায় সঞ্জীবিত হতে এতে অংশ নেয় অগণিত ভক্ত বৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনীতি, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক নেতৃবৃন্দও অংশগ্রহন করে।
বেলকুচি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সভাপতি জয় শংকর সাহা বলেন, এখানে দেশ ও দেশের বাইরে থেকে কীর্তনীয়া দল আশায় বেলকুচি ও জেলার আশপাশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তরা এসেছে।