বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাংকর ম্যাথমেটিক্স গ্লোবাল রাউন্ডে, বাংলাদেশী শিক্ষার্থীদের স্বর্ণপদক জয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫


আন্তর্জাতিক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অর্জন করেছে এক অনন্য সাফল্য। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশ প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করে অ্যাংকর ম্যাথেমেটিক্স কম্পিটিশন (AMC) ২০২৫-এ বাংলাদেশের তিনজন মেধাবী শিক্ষার্থী স্বর্ণপদক অর্জন করেছে।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— কিঞ্জল নাগ দিব্য (ষষ্ঠ শ্রেণি), আজফার আমিন ইলহাম (সপ্তম শ্রেণি) এবং সত্ত্বিক শেখর মন্ডল (সপ্তম শ্রেণি)। উল্লেখযোগ্যভাবে, এই আন্তর্জাতিক ও মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশগ্রহণের সুযোগ পেয়েছিল মাত্র তিনজন শিক্ষার্থী, এবং গর্বের বিষয়—তিনজনই সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।

অ্যাংকর ম্যাথেমেটিক্স কম্পিটিশন (AMC) দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা। এবারের আসরে বিশ্বের ২৫টি দেশের বিভিন্ন গ্রেডের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয় এবং চূড়ান্ত পর্বের আয়োজন করা হয় কম্বোডিয়ার নম পেন শহরে অবস্থিত ইনস্টিটিউট অব টেকনোলজি অব কম্বোডিয়া-তে।

ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশ দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে আসছে। যথাযথ দিকনির্দেশনা, স্বচ্ছ বাছাই প্রক্রিয়া এবং আন্তর্জাতিক আয়োজকদের সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণের পাশাপাশি দেশের জন্য গৌরব বয়ে আনছে।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য প্রমাণ করে—সঠিক সুযোগ ও প্রস্তুতি পেলে বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম।

এই কৃতিত্বের জন্য আমরা শিক্ষার্থীদের, তাদের অভিভাবকদের, সংশ্লিষ্ট শিক্ষকদের এবং ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশ-এর সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর