শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নওগাঁয় ছিনতাইকারি চক্রের তিন সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
????????????

নওগাঁ ছিনতাইকারি চক্রের ৩জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) নওগাঁ ও বগুড়া পুলিশের যৌথ অভিযানে বগুড়ার সান্তাহার এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো: রাব্বি ইসলাম জিসান (৩০), মেহেদী ওরফে পাপ্পু (২৮) ও মতিউর রহমান (৪৩)।
পুলিশ সূত্রে জানা যায়,  মোঃ ফজলে রাব্বী ও তার স্ত্রী মোছাঃ পলি খাতুন এবং পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে শ্বশুরবাড়ি আত্রাইয়ের উদ্দেশ্যে রওনা হোন। ট্রেনে করে ভোর আনুমানিক ৪:৫০ সময় তারা সান্তাহার স্টেশনে পৌঁছান।
সেখান থেকে একটি সিএনজি যোগে আত্রাইয়ের বান্দাইখাড়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে সান্তাহার-নওগাঁ সড়কে ‘আম্মাজান হোটেল’ এলাকায় তিনজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে তাদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ১৭ ডিসেম্বর নওগাঁ সদর থানায় দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা (মামলা নং ৩৫) রুজু করা হয়।
পরবর্তীতে, নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল ইসলাম এর তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নওগাঁ নেতৃত্বে ওসি নওগাঁ সদর থানা, ওসি ডিবি নওগাঁ, এএসপি সার্কেল, ওসি আদমদিঘি, ওসি ডিবি বগুড়া জেলা এর যৌথ অভিযানে সন্ধেহ জনক ৩ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পাশাপাশি জিসান এর নিকট হতে স্বর্ণালঙ্কার এর কিছু অংশ  উদ্ধার করা হয়।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মাদ তারিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে। এলাকায় অপরাধ দমনে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর