রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার অভিযানটি পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রবিবার (২১ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদ এ তথ্য জানান।
গ্রেফতারকৃতরা হলো- মো. সাদ্দাম মন্ডল (৩৫),মো. রোমান মিয়া (৩০), মো. সাইফুল ইসলাম (৩২), মো. রিজভী খান (১৯), মো. রাজীব (১৯), মো. সুজন মিয়া (৩০), মো. জুয়েল নবাব (৪৮), আব্দুর রাজ্জাক (৩৫),
মো. শরিফ (২৯), মো. আবির (২৩),
মো. রুবেল ওরফে আকাশ (২০) ও মো. ইউসুফ জামান (৪৩)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। এ সময় তাদের হেফাজত হতে ৪ (চার) পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।