
কাজিপুরে আরচেস কর্তৃক উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থীদেরকে শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠান -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।২৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে কল ফর হিউম্যানাটি এর শিক্ষা বৃত্তি কার্যক্রমের আওতায় উপজেলার একমাত্র বেসরকারি সামাজিক সংগঠন আরচেস এর আয়োজনে আলমপুর অত্র প্রতিষ্ঠানের হল রুমে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন এসোসিয়েশন ফর রিনোভেশন অফ কমিউনিটি হেল্থ এ্যডুকেশন সার্ভিসেস (আরচেস) এর নির্বাহী পরিচালক আবিদা সুলতানা।
অনুষ্ঠানের সমন্বয়ক আরচেস কাজিপুর এর সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারি জনস্বাস্থ্য ও পুষ্টিবিদ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এ সময় উপস্থিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, সংস্থার সহকারী পরিচালক গোলাম ফরহাদ আহমেদ, আরচেস কাজিপুর এর জোনাল ম্যানেজার মোঃ রবিউল আউয়াল তালুকদার, উপজেলা সহকারি সমন্বয়কারি সাথী খাতুন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষাথীদের অবিভাবক।পরে অতিথি বৃন্দ এইচএসসি ১ম বর্ষের ২৫ জন শিক্ষার্থীদেরকে ১০হাজার টাকা করে মোট দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন।