রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক বার বার কারা বরনকারী ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত নেতা আবু সাইদ চাঁদ।
বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল ও মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ নিজেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্রের মাধ্যমে আবু সাইদ চাঁদকে চূড়ান্ত ভাবে মনোনয়ন দিয়ে চাঁদের হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়,দীঘদিন ধরে আন্দোলন সংগ্রামে সামনে কাতারে থেকে রাজনৈতিক অঙ্গনে নেতৃত্বে দিয়ে আসছিলেন আবু সাইদ চাঁদ। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে ৮৫টি মিথ্যা মামলার শিকার হয়েছেন চাঁদ। জেল জুলুমকে তোয়াক্কা না করে ফ্যাসিস্ট সরকারের বুলেট বোমা উপেক্ষা করে চাদঁ সব সময় বিএনপির আন্দোলনে ছিলেন অকতুভয়ী এক সৈনিক। বিএনপির দুঃসময়ে তিনি নেতাকর্মীদের আগলে রেখে আন্দোল করেছেন সফল। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তঁার ভূমিকা এলাকায় ছিলো চোখে পড়ার মত।
মনোনয়ন পাওয়ায় প্রতিক্রিয়ায় চাঁদ বলেন, দল আমাকে প্রাথমিক ও চুড়ান্তভাবে ভাবে রাজশাহী-৬ আসনে মনোনীত করেছে। আমি বিএনপির হাইকমান্ডসহ চারঘাট-বাঘা বাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছ ও অভিনন্দন। রাজশাহী-৬ আরো যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশি ছিলেন তারাও বিএনপি পরিবারের। আমি মনোনয়ন প্রত্যাশি সকলকে সঙ্গে নিয়ে কাধে কাধ মিলেধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে কাজ করবো ইনশাল্লাহ।
তিনি আরও বলেন, রাজনীতি করেেতে গিয়ে আমি আমার গর্ভধারীনি মা ও আমার জীবন সঙ্গীকে হারিয়েছি। জীবনের বেশীর ভাগ সময় পার করতে হয়েছে জেলে। ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে আমাকে বার বার যেতে হয়েছে জেলে। তবুও আমাকে দমিয়ে রাখতে পারেনি ফ্যাসিস্ট সরকার। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চারঘাট-বাঘার সর্বস্তরের জনতা ধানের শীষে সিল দিয়ে প্রমান করবে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসন বিএনপির ঘাটি।