সিরাজগঞ্জের সলঙ্গায় নির্মানাধীন একটি মার্কেটে ভাঙচুর ও জোরপূর্বক একটি দোকানে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী মো. আব্দুর রশিদ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সলঙ্গা থানায় অভিযোগটি করেন।
অভিযোগে তিনি আমশাড়া গ্রামের গোলবার হোসেন (৭০), কাওছার আলী (২০), ফিরোজ আলী (২৬) ও মো. ছানোয়ার হোসেন (৫০) কে অভিযুক্ত করেন ।
অভিযোগ সূত্রে জানা যায়, সলঙ্গা থানার আমশড়া গ্রামের আব্দুর রশিদ আমশড়া মৌজায় জোড়দিঘী বাজারে অবস্থিত তার ক্রয়কৃত ১০ শতক জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। তবে ওই জমি দখলের উদ্দেশ্যে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
আব্দুর রশিদের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় অভিযুক্তরা পেশিশক্তি প্রয়োগ করে তার নির্মাণাধীন মার্কেটে জোরপূর্বক প্রবেশ করে। এ সময় তারা খুঁটি স্থাপনসহ নির্মিত ভবনের অংশ ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। পাশাপাশি তাদের ভাড়া দেওয়া একটি দোকানে তালা ঝুলিয়ে দেয় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। বর্তমানে দোকনাটিতে তালা লাগিয়ে রেখেছে।
এ বিষয়ে অভিযুক্ত গোলবার হোসেন অভিযোগের বিষয় স্বীকার করে বলেন,আব্দুর রশিদ গং আমাদের কাজে বাধা দিয়েছে, আমরাও তাদের কাজে বাধা দিয়েছি।
সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।