
বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়ন বিএনপির ৬নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গটিয়া হাড়িভাঙ্গা ইসলামিয়া মাদ্রাসা মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মেছড়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছাকমান আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া স্মৃতিচারণ বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি খ.ম রাকিবুল হাসান রতন, সহ সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি আনিছুর রহমান, মেছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, সিনিয়র সহ সভাপতি আয়নুল, মেছড়া ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোস্তফা চাকলাদার, মেছড়া ইউনিয়ন ওলামা দলের সভাপতি মুঞ্জুরুল আলম প্রমুখ।
দোয়া মাহফিলে বাংলাদেশের তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন চর কাটেংগা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা রকিবুল ইসলাম।
দোয়া মাহফিল শেষে মাদ্রাসার শিক্ষার্থী, ইউনিয়নের দুঃস্থ্য, অহায়, গরীবদের খাওয়া দাওয়া করানো হয়।