রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জনগণের আস্থার দল হবে বিএনপি: টুকু

নিজস্ব প্রতিবেদকঃ / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরই তারেক রহমান অটোমেটিক চেয়ারম্যান হয়েছেন। আমরা বুধবার রাতে অফিসিয়ালভাবে ঘোষনা করেছি। আমরা তারেক রহমানের সাথে দীর্ঘদিন যাবত কাজ করেছি। তারেক রহমানকে চেয়ারপার্সন হিসেবে পেয়ে আমরা খুবই অভিভুত। তারেক রহমানের সঠিক নেতৃত্বে আমরা বিএনপিকে মানুষের কাছে আস্থাভাজন দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারব। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে বিএনপির চেয়ারম্যান হবার পর সিরাজগঞ্জে টুকু তার নিজ বাসভবনে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন।

টুকু বলেন, বাংলাদেশের জনগন তারেক রহমানের উপর স্বত:স্ফুর্ত আস্থা এনেছেন। জনগন মনে করেন তারেক রহমান তাদের আস্থার মুল্য দিতে পারবেন। জিয়াউর রহমান যখন ক্ষমতা গ্রহন করেন তখন বাংলাদেশ ভঙ্গুর অবস্থায় ছিল। তিনি সেই অবস্থান থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করেছিল। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর বাংলাদেশের সমস্যাগুলো সমাধান ও সংস্কার এবং গণতন্ত্র প্রতিষ্ঠাসহ শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছিল। তেমনি আমরা আশা করছি বাংলাদেশের মানুষ যেভাবে তারেক রহমানের উপর আস্থা রেখেছেন, উনার দেয়া যে সকল প্রোগ্রাম বা প্রতিশ্রুতিগুলো মানুষের কাছে গিয়ে মাঠে-মাঠে প্রচার কররা হচ্ছে সেগুলো তারেক রহমান বাস্তবায়ন করলে তিনি তার বাবা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মতো মানুষের মনি কোঠায় বাস করবেন।

তারেক রহমানের উত্তরবঙ্গের সফর স্থগিতের বিষয়ে জামায়াত জোটকে দায়ী করে বলেন, তারেক রহমানের উত্তরবঙ্গের সফর ছিল শহীদের কবর জিয়ারত এবং তার বাবা-মার ভিটা পরিদর্শন। এটা কোন রাজনৈতিক নয় বরং সামাজিক সফর ছিল। কিন্তু জামায়াত জোট নির্বাচন কমিশনে অভিযোগ দেয়ায় কমিশন থেকে তারেক রহমানের প্রোগ্রাম স্থগিতের অনুরোধ করায় বিএনপি জাতির বৃহত্তর স্বার্থে প্রোগ্রাম স্থগিত করেছেন। তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের সময়ে দেশে জিনিসপত্রের দাম বাড়ছে। বিদেশী কোন বিনিয়োগ হচ্ছে না। মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। মানুষ কথা বলতে পারেনি। ২৪’র গণঅভ্যুত্থানের পর মানুষ যেন সুষ্ঠভাবে ভোট দিতে পারেন এবং সবার অংশগ্রহনে একটি সুষ্ঠ নির্বাচন হয় এ জন্য বিএনপি সব সময়ে প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ফ্যামিল কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কার্ডসহ ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নয়নশীল দেশ গড়বে।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, শ্রী অমর কৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ ও জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর