
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী সাকিব আনোয়ার (মো. নাজমুস সাকিব) তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। নির্বাচন কমিশনে করা আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা সাকিব আনোয়ারের মনোনয়ন বাতিল করেছিলেন। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নপত্রের বৈধতা প্রদান করে।
মনোনয়ন ফিরে পাওয়ার পর সাকিব আনোয়ার তার ফেসবুকেওয়ালে এক প্রতিক্রিয়ায় বলেন, সিরাজগঞ্জ-১ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি নিজেকে এই আসনের সন্তান ও প্রতিনিধি হিসেবে উল্লেখ করে আগামী সংসদ নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।
নাগরিক ঐক্যের এই প্রার্থী জানান, ইনশাআল্লাহ ‘কেটলি’ প্রতীক নিয়ে সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থিতা বৈধ ঘোষণার মধ্য দিয়ে আসনটিতে নির্বাচনী প্রতিযোগিতা আরও জোরালো হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।