সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক পরিহারের অনুরোধ ডিএমপির আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন প্রক্রিয়ায় হস্তক্ষেপ হাদির হত্যাচেষ্টাকারীদের বিচার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা বিজয় দিবসে রাজধানীতে যান চলাচলে ডিএমপি’র বিশেষ নির্দেশনা বগুড়ার শেরপুরে খেঁজুরের রস পানে ৬ বছরের মাদ্রাসা ছাত্রের মৃত্যু সিরাজগঞ্জের সলঙ্গায় ১২০ গ্রাম হেরোইনসহ কিশোর আটক হাদির হামলাকারীদের পালিয়ে যাওয়ার তথ্য নিশ্চিত না : বিজিবি ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা, লক্ষাধিক টাকার মাছ জব্দ ডেমরায় ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার ,পিকআপ জব্দ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বায়তুল মোকাররমসহ রাজধানী জুড়ে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান

প্রতিবেদকের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে বিভিন্ন ইসলামি দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভের ডাক দিয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে অনেক দল ও সংগঠন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।

এসব মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে— এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনের এলাকায় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জলকামান, এপিসি মোতায়েন রয়েছে।

আজ শুক্রবার জাতীয় মসজিদ ও রাজধানীর মোড়ে মোড়ে এ দৃশ্য দেখা যায়।

সরেজমিনে দেখা গেছে, বাইতুল মোকাররমের উত্তর গেট, প্রেসক্লাব, পল্টন, হাইকোর্ট, সার্ক ফোয়ারার সামনে সর্তকাবস্থানে রয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এ ছাড়া রামপুরা টিভি স্টেশনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনের নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে সকাল থেকেই। এ সময় সন্দেহজনক মনে হলে তল্লাশি করতেও দেখা গেছে তাঁদের।

বায়তুল মোকাররম এলাকা ঘুরে দেখা যায়, পল্টন মোড়ে রাখা হয়েছে ঢাকা মহানগর পুলিশের জল কামান, এপিসি কার ও দুটি প্রিজন ভ্যান।

বায়তুল মোকাররম মসজিদের দিকে প্রবেশ মুখে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। এ ছাড়া নাইটিঙ্গেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। জাতীয় প্রেসক্লাব ও শাহবাগ মোড়েও রয়েছে পুলিশের অবস্থান।

বায়তুল মোকাররম মসজিদে প্রবেশের সময় মুসল্লিদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করতে দেখা গেছে পুলিশ সদস্যদের। সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিপুলসংখ্যক সদস্যকে জ্যাকেট পরে অবস্থান করতে দেখা গেছে।

আজ বায়তুল মোকাররম উত্তর গেটে জুমার নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিশ ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিক্ষোভ মিছিল করবে। এ ছাড়া ছাত্রশিবির ও জামায়াতের সদস্যরা মসজিদ এলাকায় উপস্থিত আছেন। তাঁরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করবেন।

এ বিষয়ে মাঠ পর্যায়ে কোনো পুলিশ সদস্য মন্তব্য করতে রাজি হননি। তবে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র তালেবুর রহমান বলেছেন, নানা রকম বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করছে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করছে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে— মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর