
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তুহিন ইসলাম (২০) নামের এক যুবকের পাইকরগাছ গাছের ডালের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে ৮টার দিকে উপজেলার মেঘাই ২ নং বাধ এলাকায় সাইটতলা গ্রামের বাধের মাথায় পাইকর গাছের ডালে ঝুলিয়ে থাকা অবস্থায় তাঁকে উদ্ধার করে কাজিপুর থানা পুলিশ। নিহত তুহিন উপজেলার পরানপুর গ্রামের তছের আলী আকন্দের ছেলে।
শনিবার দিবাগত গভীর রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটতে পারে বলে । স্থানীয়রা জানিয়েছেন। তারা জানান, খুব ভোরে উঠে যমুনা নদীর ওপারে চরে কাজ করতে যাওয়ার সময় সাধারণ খেটেখাওয়া মানুষ গাছের ডালে ঝুলন্ত লাশ দেখে পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে তুহিনের লাশ উদ্ধার করে। নিহতের স্বজনরা জানান, “গত বৃহস্পতিবার সন্ধ্যায় থেকে তুহিন বাড়ী থেকে বেরিয়ে যায়। তাকে না দেখে অনেক খোঁজা খোঁজির করেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ শনিবার সকালে স্থানীয় লোকজন সাইটতলা বাঁধের গাছের ডালের সাথে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তুহিন কে দেখে পুলিশ কে খবর দেয়। তারা আরও জানান,তুহিন কিছুটা মানুষিক রোগী,তার চিকিৎসা করা হচ্ছে, সে এর আগে কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়ে আবার ফিরে এসেছে। ” খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কাজিপুর থানায় নিয়ে আসে।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান জানান, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”