মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু জামায়াত ভোটের জন্য ধর্ম বিক্রি করছে- টুকু শাহজালালে হারানো ২০ লাখ টাকা ফেরত পেলেন যাত্রী শাহজালালে এভসেকের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য বিজয় দিবসের নিরাপত্তায় র‍্যাব, প্রস্তুত ডগ ও বোম্ব স্কোয়াড ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার এনইআইআর চালুর তারিখ পেছাল এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা জারি হাদিকে গুলি: সীমান্তে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী আটক প্রেমিকের চা খাওয়ার ফাঁকে প্রেমিকাকে নিয়ে চলে গেল প্রাইভেট কার, অতঃপর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালী বিভাগ আন্দোলনকে কেন্দ্র করে কুমিল্লায় লাশবাহী এ্যাম্বুলেন্সে হামলা

ইয়াছিন আরাফাত, নোয়াখালী প্রতিনিধি:- / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫


নোয়াখালী বিভাগ আন্দোলন ও আলাদা প্রশাসনিক বিভাগের দাবিকে কেন্দ্র করে কুমিল্লায় উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এক মানবিকতা বিরোধী ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) বিকালে নোয়াখালী থেকে ঢাকাগামী মুমূর্ষ রোগী মরিয়ম এবং তার স্বজনদের বহনকারী অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।


প্রত্যক্ষদর্শীরা জানান, আতিক নামের এক ব্যক্তি রোগীকে নিয়ে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা দেন। কুমিল্লা বিশ্বরোডের কাছে রোগীর অবস্থা ক্রমশ খারাপ হয় এবং তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের সামনে ৫০-৬০ জনের একটি দুর্বৃত্তচক্র রোগী ও অ্যাম্বুলেন্স চালকের ওপর হামলা চালিয়ে গাড়িটি ভাঙচুর করে। চিকিৎসা না পেয়ে মরিয়ম হাসপাতালে মারা যান। দুর্বৃত্তরা মরদেহ ও গাড়ি দীর্ঘ সময় আটকে রাখে।

মরিয়মের স্বজনরা অভিযোগ করেছেন, প্রশাসনের কাছে একাধিকবার সহযোগিতা চাওয়া হলেও কোনো সহায়তা পাননি।

ঘটনার প্রতিবাদে গ্রেটার নোয়াখালী ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক ও মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জহিরুল ইসলাম রবিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় সোনাইমুড়ী বাজারের বৈঠকখানা চাইনিজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। সংবাদ সম্মেলনে নোয়াখালীর বিভিন্ন উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে, ঘটনার পর সোনাইমুড়ীসহ নোয়াখালীর বিভিন্ন উপজেলায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার বলেন, এই ধরনের অমানবিক হামলা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর