সিরাজগঞ্জের কাজিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার সাথে বিভিন্ন দপ্তরের দপ্তরের সরকারি কর্মকর্তা, গনমাণ্য ব্যক্তিবর্গ ও সূধীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি বিকেল ৩ টায় কাজিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান। বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার রাসেল, উপজেলা প্রকৌশলী হেদায়েত উল্লাহ,শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগন সুশীল সমাজের প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম
বলেন,ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রশাসক আরও বলেন,নির্বাচনী প্রচারণাকালে কোনো ধরনের সহিংসতা,প্রলোভন,আইন লঙ্ঘন বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে এবং আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।জেলা প্রশাসক কাজিপুরে স্বচ্ছ, জবাবদিহিতামুলক ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন।তিনি এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন রচনায় তার অঙ্গীকারের কথা তুলে ধরেন।কর্মকর্তাদের জনসেবা কে আরও জনবান্ধব করার পরামর্শ দেন।
মতবিনিময় সভায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন কর্মকর্তাগন।
উপজেলা প্রশাসন সূত্র জানা যায় ,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে উপজেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।