নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সিরাজগঞ্জের দুইটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত দুই সংসদ সদস্য প্রার্থীকে শোকজ নোটিশ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। এছাড়াও বেসরকারী ও সরকারী চাকুরী বিধি ভঙ্গের অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে শোকজ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ-১ ও সিরাজগঞ্জ-৪ সংসদীয় আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানদের স্বাক্ষরিতপত্রে এ তথ্য জানা গেছে।
শোকজ নোটিশ প্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সিরাজগঞ্জ সদরের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা ও তার ছোট ভাই কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহসিন রেজা বিপু এবং সিরাজগঞ্জ-৫ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম, আকবর আলী।
সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও যুগ্ন জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শারমিন আক্তার স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সিরাজগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহীনুর আলম অভিযোগ করেছেন ১২ জানুয়ারী সকালে গান্দাইল ইউনিয়নের উদগাড়ি বাজার সংলগ্ন বকুল চেয়ারম্যানের বাড়িতে একই আসনে বিএনপি মনোনীত সেলিম রেজার পক্ষে তার ভাই চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ মহসিন রেজা বিপু উপজেলার অন্যান্য কলেজের অধ্যক্ষদের নিয়ে সভা করেছেন। যা রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫ এর ৬ (গ) ও ১৮ ধারার লঙ্ঘন ও এখতিয়ার বহিৃভূত।
ওই নোটিশে কেন এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে না এবং অনুসন্ধান অন্তে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হবে না তা জানতে চাওয়া হয়েছে। এজন্য আগামী ২৫ জানুয়ারী বেলা ১২টায় অনুসন্ধান ও বিচারকি কমিটির কার্যালয়ে স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত বক্তব্য অথবা ব্যাখা দিতে বলা হয়েছে। ব্যর্থতায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
২১ জানুয়ারীতে স্বাক্ষরিত ওই নোটিশ জারী অন্তে কাজিপুর থানার ওসিকে নোটিশকারীর নিকট প্রতিবেদন দাখিল করতে নির্র্দেশ দেওয়া হয়েছে।