মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘আমি সুন্দর হবো’ কনসার্টে গাইবেন সায়ান

অনলাইন ডেস্ক: / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

‘শহরতলী’ ব্যান্ডের শিল্পী জিল্লুর রহমান সোহাগের ‘বিটুইন দ্য লাইনের’ আয়োজন করেছেন দুই ঘন্টাব্যাপী একটি কনসার্টের। যেখানে গান শোনাবেন শিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। আগামী ৭ নভেম্বর বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘আমি সুন্দর হবো’ নামের কনসার্টে গাইবেন তিনি।

কনসার্ট নিয়ে সোহাগ বলেন, আমার প্রতিষ্ঠান ‘বিটুইন দ্য লাইনের’ আয়োজনে প্রথম কনসার্ট। ‘আমি সুন্দর হবো একটু একটু করে, আমি অসুন্দরকে আমার আদলে পাল্টাব সুন্দরে’, সুন্দরের এই স্লোগানকে সাথে নিয়ে আমার এই কনসার্টের আয়োজনে। কনসার্টে ১০০০ ও ৮০০ টাকা মূল্যের দুই ধরনের টিকেট পাওয়া যাচ্ছে।

কনসার্ট নিয়ে সায়ান বলেন, চারপাশে এই সুন্দরের সঙ্গে আমি সংহতি প্রকাশ করতে চাই। গান শোনার জন্যও সবাইকে আমন্ত্রণ।

প্রতিবাদী গানে পরিচিত সায়ান। এই শিল্পীর গাওয়া গানগুলোর মধ্যে ‘আমিই বাংলাদেশ’, ‘তার চেয়ে মেনে নাও’, ‘হঠাৎ করেই চোখ পড়েছে’, ‘এক হারিয়ে যাওয়া বন্ধু’, ‘মুখোশ’, ‘ফিরতে ঘরে ভয়’ সহ আরো কিছু গান জনপ্রিয় হয়েছে।

এদিকে, জিল্লুর রহমান সোহাগ দীর্ঘদিন ধরে পারফর্ম করছেন ব্যান্ড ‘শহরতলীর’ সঙ্গে। পাশাপাশি তিনি এককভাবেও গাইছেন এবং লিখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর