বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী নগরীর আইডি বাগানপাড়ায় ৭ মাদককারবারী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি : / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে ৭জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাত সোয়া ১২টায় নগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া (রবিদাসপুর) এলাকায় মাদক বিক্রয়ের ৭জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৯১ গ্রাম গাঁজা, ১৩১ পিস ট্যাপেন্টাডল, ৪৬ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল ফোন এবং ৭ হাজার টাকা নগদ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মো. মতি (২৫), সে নগরীর রাজপাড়া থানার দাসপুকুর এলাকার মো. নুর ইসলাম ওরফে কুনু’র ছেলে, মো. আমির হামজা (২৫), সে নগরীর বোয়ালিয়া থানার ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার এলাইপুর এলাকার মো. হেলাল উদ্দিনের ছেলে, মো. মিলন (৪২), সে নগরীর বোয়ালিয়া থানার তেরখাদিয়া এলাকার মৃত মুজিবর রহমানের ছেলে, মো. আকাশ (১৯), সে রাজপাড়া থানার ডাবতলা বাশের আড্ডা এলাকার মো. এনামুল ইসলামের ছেলে, মো. আশিকুর রহমান (১৯), নওগাঁ জেলার পত্নীতলা থানার পরাণপুর গ্রামের মো. কুদ্দুসের ছেলে, মো. হিরা (২৬), সে বোয়ালিয়া থানার মথুডাঙ্গা এলাকার মো. মাইনুল ইসলামের ছেলে ও মো. হাসিনুর শেখ (৪০), সে রাজপাড়া থানার লক্ষীপুর ভাটাপাড়া এলাকার মৃত নূরনবীর ছেলে। বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের মুখপাত্র উপ-পরিচালক মেজর আসিফ আল-রাজেক।

তিনি জানান, স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, লক্ষীপুর আইডি বাগানপাড়ার গলিতে ব্যাপক হারে সব ধরনের মাদকের কেনাবেচা চলছে। এরপর র‌্যাবের গোয়েন্দা দল স্থানটি নজরদারিতে রাখে। বুধবার গভীর সুযোগ বুঝে রাতে অভিযান চালিয়ে উপরোক্ত মাদক-সহ ৭জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীরা একটি সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাঁজা, ট্যাপেন্টাডল, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছে। এছাড়া তারা নিজেরাও বিভিন্ন ধরনের মাদক সেবনকারী। মাদকচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আটক চেষ্টা অব্যাহত রয়েছে। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর