মানুষের টাকায় গড়ে ওঠা সেবামূলক প্রতিষ্ঠান ‘বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টার’ এখন এলাকাবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে। এ উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় আনুষ্ঠানিকভাবে ‘বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টার’ ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকালে বনবাড়ীয়া মাদ্রাসা প্রাঙ্গণে বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টারের সভাপতি আলহাজ্ব মো: নুরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক ও আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা: মো: আব্দুল মান্নান (অব:)।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গত চার বছরে বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টার এলাকাবাসীর আস্থার জায়গা তৈরি করেছে। মানসম্মত চিকিৎসাসেবা, রোগী-সেবার মনোভাব ও উন্নত ব্যবস্থাপনার কারণে এটি এখন এলাকার গুরুত্বপূর্ণ একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। নতুন দাতা সদস্যদের মাঝে আইডি কার্ড দেওয়া হয়।
এসময় বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক মো: আব্দুল গফুর মোল্লা’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: সেরাজুল ইসলাম সরকার,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ মোঃ রফিকুল ইসলাম,বনবাড়ীয়া হেলথকেয়ার সেন্টারের সদস্য আলহাজ্ব মো: কাইয়ুম উদ্দিন সরকার, সলঙ্গা জুম ইলেক্ট্রোনিক্সের পরিচালক (আজীবন সদস্য) কে, এম, আমিনুল ইসলাম হেলাল, সিরাজগঞ্জ রোড হেলথকেয়ার হাসপাতালের পরিচালক ডা: মো: ফিরোজ আহমেদ প্রমূখ।