নাটোর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে যুগান্তরের মো. শহীদুল হক সরকার সভাপতি এবং বাংলাভিশনের কামরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনের নিরঙ্কুশ এই ফলাফলে সভাপতি মো. শহীদুল হক সরকারের প্রাপ্ত ৩৩ ভোটের বিপরীতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী পেয়েছেন ১৩ ভোট। সাধারণ সম্পাদক পদে কামরুল ইসলামের প্রাপ্ত ২৯ ভোটের বিপরীতে যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ করেসপনডেন্ট নাজমুল হাসান পেয়েছেন ১৭ ভোট। শনিবার নির্বাচনের ভোট গ্রহন শেষে বেলা দুইটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আল আসাদ বিন সাঈদ। নির্বাচন কমিশনার মো. আমজাদ হোসেন এবং এম এ সেলিম এবং নাটোর প্রেসক্লাবের আহবায়ক ইত্তেফাকের জেলা প্রতিনিধি জাহীদুল হুদা ফরহাদসহ পরিষদের সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচিত অন্যান্যরা হলেন-সিনিয়র সহ সভাপতি এনামুর রহমান চিনু (খবরপত্র), জুনিয়র সহ সভাপতি মো. ইসাহাক আলী (বৈশাখী টেলিভিশন ও মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান টুটুল (এসএ টিভি), কোষাধ্যক্ষ আশরাফুল আলম (নিউ এজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল ইসলাম বাচ্চু (দৈনিক ঢাকা), সাহিত্য ও পাঠাগার সম্পাদক এম এম আরিফুল ইসলাম (নয়া শতাব্দী), দপ্তর সম্পাদক মনজুর-ই-মওলা সাব্বির (বাংলাদেশ এক্সপ্রেস), কার্যনির্বাহী সদস্য মো. আজিজুল হক টুকু (ইনকিলাব), আব্দুস সালাম (আমার দেশ), আব্দুল মজিদ (এশিয়ান টিভি), সাহেদুল আলম রোকন (দীপ্ত টিভি)। নির্বাচনে ক্লাবের ৪৬ জন সদস্যেও সকলে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচিত পরিষদকে বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও জেলা জামায়াতের পক্ষ থেকে জেলা সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল অভিনন্দন জানিয়েছেন।