সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবা ট্যাবলেটসহ বেলাল হোসেন (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বেলাল মধ্য খাস কাউলিয়া গ্রামের নুরু মিয়ার ছেলে
রোববার (২ নভেম্বর) ভোরে চৌহালী উপজেলার কোদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
চৌহালী থানার ওসি আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোররাতে কোদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী বেলালকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া যমুনা বিধৌত চৌহালী থানা এলাকায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ নিয়মিত অভিযান চলমান রয়েছে।