প্রান্তিক কৃষকদের সুবিধার্থে একই দোকানে সার ও বীজ বিক্রির অনুমতি এবং বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রুপান্তরিত করার দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন এবং জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্য্যলয়ের সামরে জেলা বিএডিসি ডিলার এসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা শাখার আহবায়ক মিথুন চাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর হোসেন,সহ নেতৃবৃন্দ। এসময় বক্তরা বলেন সারাদেশে প্রায় দশ হাজার বিএডিসি বীজ ডিলার আছে এর মধ্যে ৫হাজার২শ বীজ ডিলারকে কে সার ডিলারে রুপান্তরিত করা হয়েছে।বাকীদের ব্যাপারে কোন সিদ্ধান্ত দেওয়া হয়নি। এটা আমাদের সাথে বৈষম্য করা হয়েছে। বক্তরা বলেন প্রান্তি কৃষকদের সুবিধা হয় নিজ এলাকা থেকে বীজ ও সার সংগ্রহ করা । তাই আমাদের দাবি প্রান্তিক কৃষকোর সুবিধার্থে একই দোকানে সার ও বীজ বিক্রির অনুমতি সহ,আমাদের সকল বিএডিসি বীজ ডিলারদের সার ডিলারে রুপান্তর করতে হবে। মানববন্ধনে জেলার ৯ টি উপজেলা বীজ ডিলাররা অংশগ্রহন করেন। ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।