বক্স অফিসে ঝড় তুলেছে মালয়ালম সিনেমা ‘ডায়েস ইরায়ে’। মুক্তির এক সপ্তাহের মধ্যেই বিশ্বজুড়ে ৫০ কোটি রুপি আয়ের মাইলফলক ছুঁয়েছে ছবিটি।
প্রণব মোহনলাল এখন মালয়ালম সিনেমার নতুন মুখ। বাবা সুপারস্টার মোহনলালের পর পরপর তিনটি ছবিতে ৫০ কোটির ক্লাবে জায়গা করে নেওয়া দ্বিতীয় অভিনেতা তিনি।
এক্সে খবরটি শেয়ার করে ছবিতে লগ্নিকারীরা লিখেছেন, আমাদের ছবিটির বৈশ্বিক আয় ৫০ কোটি রুপি পূর্ণ হলো।
রাহুল সদাশিবন পরিচালিত মনস্তাত্ত্বিক হরর থ্রিলার ‘ডায়েস ইরায়ে’। এতে প্রণব অভিনয় করেছেন রোহান নামে এক তরুণ স্থপতির চরিত্রে, যে নিজের বাড়িতে এক অজানা অতিপ্রাকৃত উপস্থিতি অনুভব করতে শুরু করেন। রহস্যের জাল ছিন্ন করতে গিয়ে তিনি আবিষ্কার করেন এমন কিছু সত্য, যা তার অতীত ও বর্তমানের সঙ্গে ভয়ানকভাবে জড়িত।
এতে আরও অভিনয় করেছেন জয়া কুরূপ ও জিবিন গোপীনাথ। গত ৩১ অক্টোবর মুক্তিপ্রাপ্ত ছবিটি সমানতালে দর্শক–সমালোচকদের প্রশংসা পাচ্ছে।
প্রণবের সাম্প্রতিক সাফল্য প্রমাণ করছে—তিনি কেবল সুপারস্টার মোহনলালের ছেলে নন, বরং নিজেই এক তারকা হয়ে উঠছেন। এর আগে তার ‘হৃদয়ম’ ও ‘বর্ষঙ্গলক্কু শেশম’ ছবি দুটি ৫০ কোটি রুপি আয় করেছিল।