মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু জামায়াত ভোটের জন্য ধর্ম বিক্রি করছে- টুকু শাহজালালে হারানো ২০ লাখ টাকা ফেরত পেলেন যাত্রী শাহজালালে এভসেকের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য বিজয় দিবসের নিরাপত্তায় র‍্যাব, প্রস্তুত ডগ ও বোম্ব স্কোয়াড ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার এনইআইআর চালুর তারিখ পেছাল এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা জারি হাদিকে গুলি: সীমান্তে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী আটক প্রেমিকের চা খাওয়ার ফাঁকে প্রেমিকাকে নিয়ে চলে গেল প্রাইভেট কার, অতঃপর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অ্যাপলের গোপন চমক ফাঁস: ফোল্ডেবল আইফোনের অপেক্ষা শেষ!

অনলাইন ডেস্ক: / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
- প্রতীকী ছবি।

আইফোন ১৮ প্রো সিরিজ বাজারে আসতে এখনো এক বছরের বেশি সময় বাকি। তবে এরই মধ্যে অ্যাপলের নতুন এই সিরিজ নিয়ে চমকপ্রদ তথ্য ফাঁস হয়েছে। এসব তথ্য বলছে—অ্যাপল এবার আনছে একাধিক যুগান্তকারী পরিবর্তন।

নতুন আইফোনে থাকছে উন্নত ক্যামেরা প্রযুক্তি, আরও পরিশীলিত ডিসপ্লে ডিজাইন এবং অ্যাপলের তৈরি প্রথম নিজস্ব মডেম চিপ। বাহ্যিক নকশায় বড় পরিবর্তন না এলেও ভেতরের প্রযুক্তিতে এটি হতে যাচ্ছে অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ফোন।

ফাঁস হওয়া তথ্যে জানা গেছে, আইফোন ১৮ প্রো সিরিজের ডিজাইন আগের আইফোন ১৭ প্রোর মতোই, তবে কিছু সূক্ষ্ম পরিবর্তন থাকছে। যেমন—আংশিক স্বচ্ছ ম্যাগসেফ ব্যাক অংশ, আরও সরু ডায়নামিক আইল্যান্ড এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত আন্ডার-ডিসপ্লে ফেস আইডি প্রযুক্তি। বিশ্লেষকদের মতে, পুরোপুরি নচ-ফ্রি বা পিনহোল স্টাইল ডিজাইন আসবে ২০২৬ সালের পর।

ডিভাইসের ভেতরের প্রযুক্তিতেও বড়সড় পরিবর্তন আনছে অ্যাপল। নতুন আইফোন ১৮ প্রোতে থাকবে এ-২০ প্রো চিপ, যা তৈরি হচ্ছে টিএসএমসির উন্নত ৩ ন্যানোমিটার প্রযুক্তি ও ‘চিপ-অন-ওয়েফার-অন-সাবস্ট্রেট’ (CoWoS) প্যাকেজিং দিয়ে। এই চিপ শক্তি সাশ্রয়ী হবে এবং অন-ডিভাইস কৃত্রিম বুদ্ধিমত্তা পারফরম্যান্স আরও উন্নত করবে। সঙ্গে থাকবে অ্যাপলের নিজস্ব সি-২ মডেম, যা দেবে দ্রুততর ডাউনলোড স্পিড এবং কোয়ালকমের ওপর নির্ভরতা কমাবে।

সবচেয়ে বড় পরিবর্তন আসছে ক্যামেরায়। এবার সনি নয়, ব্যবহার করা হবে স্যামসাংয়ের তৈরি তিন স্তরবিশিষ্ট সেন্সর, যা কম নয়েজ ও উন্নত ডাইনামিক রেঞ্জ দেবে। অ্যাপল আরও পরীক্ষা করছে ডিএসএলআর-স্টাইলের ভ্যারিয়েবল অ্যাপারচার সিস্টেম, যা ব্যবহারকারীদের হাতে আলো নিয়ন্ত্রণের সুযোগ দেবে। প্রথমবারের মতো আইফোনে যুক্ত হতে পারে ম্যানুয়াল কন্ট্রোল সুবিধা।

নতুন আইফোনে আসতে পারে পরবর্তী প্রজন্মের স্যাটেলাইট সংযোগ সুবিধা, যা ভবিষ্যতে সেল টাওয়ার ছাড়াই ৫জি চালু করার পথ খুলে দেবে। ক্যামেরা কন্ট্রোল বাটনেও পরিবর্তন আনা হতে পারে। আগের ক্যাপটিভ টাচ সিস্টেমের পরিবর্তে ব্যবহার হতে পারে প্রেসার-সেনসিটিভ বাটন।

জানা গেছে, ২০২৬ সালের সেপ্টেম্বরেই একসঙ্গে উন্মোচিত হতে পারে আইফোন ১৮ প্রো সিরিজ ও বহু প্রতীক্ষিত ফোল্ডেবল আইফোন। অন্যদিকে, আইফোন ১৮ ও ১৮-ই মডেল আসবে ২০২৭ সালের মার্চ মাসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর