শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৭ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চৌহালীতে নৌযান থামিয়ে চাঁদাবাজি, ইউপি সদস্য ও ছাত্র সমন্বয়ক সহ চক্রের ১০ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫


সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে এক ইউপি সদস্য সহ দশজনকে আটক করেছে নৌ-পুলিশ। শনিবার দুপুরের দিকে ঘোড়জান এলাকার যমুনা নদী থেকে তাদের আটক করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত) চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির একটি সূত্র জানায়, চাঁদবাজদের বিরুদ্ধে মামলা পক্রিয়াধীন আছে। তাদের কোর্টে প্রেরণ করা হবে।

গ্রেফতারকৃতরা হলেন- ঘোড়জান ইউনিয়ন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিক সিকদার (৫৫), চৌহালীতে ছাত্র সমন্বয়ক পরিচয়ধারী স্বল্পমুল্যের চালের ডিলার আল আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), শহীদুল ইসলাম (৩৫), আবদুল আলীম (৪০) শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী( ২৬), শহীদুল ইসলাম (৪৫) ফরিদ হোসেন (২৬) তাঁদের সবার বাড়ি উপজেলার ঘোড়জান ইউনিয়নের রেহাই কাউলিয়া গ্রামে।

জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে দেশের বিভিন্ন স্থানে নৌপথে প্রতিদিন শত শত বাল্কহেড নিয়ে যান ব্যবসায়ীরা। এসব বালু বহনকারী বাল্কহেড থেকে একটি চক্র প্রতিনিয়তই চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ভয়ভীতি প্রদর্শন সহ হুমকি ও বাল্কহেড বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দিয়ে আসছে। বিশেষ করে, চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর, রেহাই কাউলিয়া স্পটগুলোতে যমুনায় নৌকা নিয়ে চক্রটি প্রতিদিন চাঁদা তোলে। এসব চাঁদা না দিলে তাঁদের মারধর করা হয়।

চৌহালী নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মেদ জানান, চাঁদাবাজি করার সময় ৪ জন এছাড়া ওই চক্রের সদস্য আরও ৬ জনকে ধাওয়া করে আটক করা হয়েছে। এসময় একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ দুই হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। নৌ পথকে নিরাপদ করতে এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর