সিরাজগঞ্জ-৬ আসনে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে এনায়েতপুর থানাধীন খুকনী ইউনিয়নের আড়কান্দি বাজার চত্বরে সভায় সভাপতিত্ব করেন জামায়াত নেতা মাও. আব্দুল হক।
প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী সহকারী অধ্যাপক মিজানুর রহমান।
এসময় এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ আইয়ুব আলী ও জামায়াত নেতা ডা. ইদ্রিস আলম সহ দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, সুযোগ এসেছে চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেয়ার। শান্তিতে থাকতে চাইলে, ভালো মানুষকে ভোট দিতে হবে। এতে এলাকার ও মানবতার কল্যাণ হবে।