সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের সাথে সিরাজগঞ্জ জেলা কৃষকদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সংসদ সদস্য প্রার্থী আমিরুল ইসলাম আলীমের বাসভবনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষক দলের আহবায়ক মতিয়ার রহমান মতি, কৃষকদের সদস্য সচিব টি.এম. শাহাদত হোসেন ঠান্ডু, সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন সরকারসহ এনায়েতপুর, চৌহালী ও বেলকুচির কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা আগামী সংসদ সদস্য নির্বাচনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছে দিতে হবে এবং আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয় করতে হবে। এ জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করতে হবে।