বড় বাজেটে বড় ক্যানভাসের সিনেমা বানাতেই বেশি আগ্রহী এসএস রাজামৌলি। তার নির্মিত ‘মাগাধিরা’, ‘বাহুবলী’, ‘আরআরআর’ বক্স অফিসে একের পর এক রেকর্ড সৃষ্টি করেছে। দক্ষিণী এ পরিচালক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন বলিউডের নামজাদা পরিচালকদের। এবার তিনি জানিয়েছেন মহাভারতের কাহিনী নিয়ে ছবি করতে চান।
একটি সাক্ষাৎকারে রাজামৌলি জানান, ‘আমি আরও বড়, অনেক বেশি বড় আকারে এবং আরও দারুণভাবে মহাভারতের কাহিনী বড় পর্দায় ফুটিয়ে তুলতে চাই। অবশ্যই আমি পুরো বিশ্বকে ভারতের গল্প বলতে চাই।’
তিনি আরও বলেন, ‘মহাভারত আমার বহু বছরের কাঙ্ক্ষিত একটি প্রজেক্ট। তবে এই বিশাল কর্মযজ্ঞে ডুব দেওয়ার আগে আমি লম্বা একটা সময় নিতে চাই। মহাভারত নিয়ে কাজ শুরুর আগে আমি তিন/চারটি ছবি বানিয়ে ফেলতে চাই।’
রাজামৌলির সর্বশেষ ছবি ‘আরআরআর’। ছবির দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাম চরণ ও জুনিয়র এনটিআর। ছবিটি ১০০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে বক্স অফিসে।