বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:৩২ অপরাহ্ন

বঙ্গবন্ধু সেতুর পুর্বপাড়ে ধীরগতি পশ্চিমে স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক: / ২০০ বার দেখা হয়েছে
আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২, ৪:৫৬ অপরাহ্ন


বঙ্গবন্ধু সেতু পুর্বপাড়ে যানবাহনের ধীরগতি থাকলেও সেতুর পশ্চিমপ্রান্তে সিরাজগঞ্জ অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সেতুর পশ্চিমপাড়ে যানজটের মুল কারন ঝুকিপুর্ন নলকা সেতুর পাশে নবনির্মিত সেতুটি খুলে দেয়াসহ মহাসড়কের খানাখন্দ ঈদ উপলক্ষে সংস্কার করায় যানবাহনগুলো যানজটে পড়বে না বলে পুলিশ জানিয়েছেন।


বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে সকাল ১০টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত কোন গাড়ীর চাপ নেই।

মহাসড়কে একেবারে স্বাভাবিক রয়েছে। তবে বিকেল পাঁচটার পর থেকে সকাল ১০টা পর্যন্ত গাড়ীর চাপ থাকলেও কোন জানযটের সৃষ্টি হয় না। তিনি জানান, এবছর নলকার নতুন সেতুটি খুলে দেয়ায় যানজটের কোন শঙ্কা নেই।


এরপরও বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোলচত্ত্বর পর্যন্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি টহল জোরদার রয়েছে। কোন দুর্ঘটনা বা যানবাহন ত্রুটি হলে দ্রুত অপসারনের ব্যবস্থা রয়েছে। এবার ঈদ যাত্রা যেন নির্বিঘ্ন হয় সেদিকে পুলিশ মহাসড়কে তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
Theme Created By Limon Kabir