
সিরাজগঞ্জের কাজিপুরে আগামী ১৪ ই ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস ও ১৬ ই ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলুক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, উপজেলা প্রকৌশলী এ কে এম হেদায়েত উল্লাহ , বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ছাকমান আলী, কাজিপুর থানা এস আই আল মাহমুদ , পি আই ও আব্দুর রাজ্জাক।
এ সময় উপস্থিত ছিলেন, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, শিক্ষক প্রতিনিধিগণ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশার প্রতিনিধি। প্রস্তুতিমূলক সভায় পৃথক পৃথক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে করনীয় নির্ধারনে নানা দিক নিয়ে আলোকপাত করেন।