সিরাজগঞ্জের এনায়েতপুর থানার স্থল ইউনিয়ন যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ এশা নয়াপাড়া জামে মসজিদ চত্বরে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মঞ্জু শিকদার।
স্থল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আল আমিনের সভাপতিত্বে ও থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসমত আলী হাসুর সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা এনায়েতপুর থানা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্নআহ্বায়ক হযরত আলী মোল্লা।
এসময় এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, এনায়েতপুর থানা তাঁতীদলের সভাপতি আনছার আলী বেপারি, থানা কৃষকদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক মুক্তার হাসান, এনায়েতপুর থানা আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হারান আলী,সামচুল হক, স্থল বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব এমদাদুল হক,সিনিয়র যুগ্নআহ্বায়ক জাকির হোসেন,যুগ্নআহ্বায়ক হাসান আলী মেম্বার, সদিয়াচাঁদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম লেবু মীর,সদিয়াচাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আকিব হোসেন মীর,সাধারণ সম্পাদক আবু তালেব, খামারগ্রাম কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।