সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন সামনে রেখে পোস্টার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ৬ ডিসেম্বর ২০২৫ তারিখের নির্বাচনে অর্ডিনারি গ্রুপে প্রেসিডেন্ট পদে ২ জন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন এবং ১৪ পরিচালক পদে ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সঙ্গে অ্যাসোসিয়েট গ্রুপে ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, পরিচালক পদে ৮ জন এবং গ্রুপ মেম্বার ক্যাটাগরিতে পরিচালক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই নির্বাচনে অর্ডিনারি গ্রুপের ১৪টি পরিচালক পদে ভোট দেবেন ৪৩৮ জন ভোটার এবং অ্যাসোসিয়েট গ্রুপে ৮টি পদে ভোট দেবেন ৬৮ জন ভোটার ভোট প্রদান করবেন।
নির্বাচনকে কেন্দ্র করে শহরজুড়ে পোস্টার, লিফলেট, প্যানা ও ব্যানারে প্রচারণা জমে উঠেছে। নির্বাচন বোর্ড নির্দিষ্ট মাপের পোস্টার ব্যবহারের নির্দেশ দিলেও সেই বিধি না মেনে পরিচালক প্রার্থী সন্তোষ কুমার কানু ১৪×১৮ ইঞ্চি মাপের পোস্টার ঝুলিয়েছেন। বড় পোস্টার লাগানোর কারণে অন্য ৪৩ জন পরিচালক প্রার্থীর পোস্টার ঢেকে গেছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনের কাছে মৌখিক অভিযোগ করেন।
প্রধান নির্বাচন কমিশনার টিএ হামিদ তানহা বলেন, বড় মাপের পোস্টার ব্যবহারের অনুমতি নেই। একজন প্রার্থী নিয়ম না মেনে বড় পোস্টার ঝুলিয়েছেন। তাকে রাতের মধ্যেই পোস্টার নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে নির্বাচন বোর্ড নিজ উদ্যোগে তা সরিয়ে ফেলবে।
তিনি আরও জানান, চেম্বার ভবনের ১০০ গজের মধ্যে কোনো পোস্টার, লিফলেট, প্যানা বা ব্যানার টানানো যাবে না। কেউ লাগালে ভোট শুরুর আগেই তা অপসারণ করা হবে।