রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহিন্দ্রের চাপায় এক কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ওয়াপদা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কৃষক লুৎফর মন্ডল (৭০) বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শালমারা গ্রামের মৃত গণি মন্ডলের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে কৃষক লুৎফর মন্ডল পেঁয়াজের চারা বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে ভ্যানে করে বালিয়াকান্দি উপজেলার দিকে আসছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে একই দিক থেকে আসা একটি মাহিন্দ্রা ভ্যান তাদের ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যানচালক নাদের শেখ এবং ভ্যানের যাত্রী কৃষক লুৎফর মন্ডল গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. হাসান মাহমুদ কৃষক লুৎফর মন্ডলকে মৃত ঘোষণা করেন। আহত ভ্যানচালক নাদের শেখ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রব তালুকদার বলেন, দুর্ঘটনায় লুৎফর মন্ডল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।