বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
অভিযানে চোরাই সার পেয়েও ব্যবস্থা নিলেন না রায়গঞ্জের এসিল্যান্ড সিরাজগঞ্জের চরাঞ্চলে ডিসি-এসপির ভোটকেন্দ্র পরিদর্শন ও কম্বল বিতরন জঙ্গিবাদের ইস্যুতে বিক্রমপুরীকে মারধর, নাকচ করলো কারা অধিদপ্তর রাজশাহীতে বড়দিন উপলক্ষে গির্জা পরিদর্শনে পুলিশ কমিশনার, শান্তিপূর্ণ উদযাপনের আহ্বান কাজিপুরে ইউএনও’র হস্তক্ষেপে দুর্ঘটনার ক্ষতিগ্রস্থ পরিবার পেলো আর্থিক সহায়তা মতিহারে চুরি-ছিনতাই সহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত চেকপোষ্ট পরিচালনা শীতের কুয়াশায় খেজুর রসে বাড়ছে বাদুড়ের আনাগোনা কাজিপুরে দোয়েল তালুকদারপাড়া সদস্যদের  মিলন মেলা -২০২৫ অনুষ্ঠিত  নওগাঁয় শাহীন স্কুল’র অন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ জয়পুরহাটে হাড়কাঁপানো শীতে জনজীবনে স্থবিরতা,বাড়ছে শীতজনিত রোগ।
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শীতের কুয়াশায় খেজুর রসে বাড়ছে বাদুড়ের আনাগোনা

রাজশাহী প্রতিনিধি : / ৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

শীতের শুরুতেই গ্রামবাংলার ঘরে ঘরে খেজুর রস সংগ্রহের উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও এর আড়ালে লুকিয়ে রয়েছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, অসচেতনভাবে সংগৃহীত কাঁচা খেজুর রস প্রাণঘাতী ভাইরাস সংক্রমণের কারণ হতে পারে।
প্রতি বছর শীত মৌসুমে গাছিরা খেজুর গাছে মাটির হাড়ি বা কলস পেতে রস সংগ্রহ করেন। তবে এসব হাড়ির খোলা মুখে শুধু খেজুর রসই জমা হয় না, রাতের আঁধারে খাদ্যের সন্ধানে আসা বাদুড় ও বিভিন্ন পাখিরও অবাধ বিচরণ ঘটে সেখানে।
ঘন কুয়াশাচ্ছন্ন শীতের রাতে নিশাচর বাদুড় খেজুর গাছের হাড়িতে বসে রস পান করে। এ সময় তারা হাড়ির কিনারে ঝুলে থাকে এবং অনেক ক্ষেত্রে রসের ভেতরেই মল-মূত্র ত্যাগ করে। ফলে রস দূষিত হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
স্থানীয় গাছি মোঃ জাদু জানান, কুয়াশার কারণে রাতভর হাড়ি পাহারা দেওয়া সম্ভব হয় না। রাতের বেলা বাদুড় তাড়ানোর চেষ্টা করি, কিন্তু কুয়াশায় সব সময় নজরে রাখা যায় না। সকালে রস নামাতে গিয়ে অনেক হাড়িতে বাদুড়ের লালা বা নোংরা দেখতে পাই বলেও জানান তিনি।
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), মেডিকেলের চিফ ডা. মোঃ মকসেদ আলীর মতে, বাদুড়ের মাধ্যমে ছড়ানো ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করলে তা মারাত্মক রোগের কারণ হতে পারে, অনেক সময় প্রাণঘাতীও হয়ে ওঠে। বিশেষ করে কাঁচা বা অপরিশোধিত খেজুর রস সরাসরি পান করলে ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
খেজুর রস বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলেও, এর নিরাপদ সংগ্রহ ও ভোগ নিশ্চিত করা এখন সময়ের দাবি। খেজুর রস সংগ্রহের সময় হাড়ির মুখ ঢেকে রাখা, কাঁচা রস না খাওয়া এবং রস ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
তারা আরও বলেন, সামান্য সচেতনতা ও সতর্কতাই পারে এই নীরব কিন্তু ভয়ংকর ঝুঁকি থেকে মানুষকে রক্ষা করতে।#

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর