সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা ও স্বাক্ষরিত ব্ল্যাংক চেক আত্মসাতের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া আমলি আদালতে মামলা হয়েছে। এ ঘটনায় উল্লাপাড়া উপজেলার চয়ড়া খোর্দ্দ গজাইল গ্রামের জাহিদ হাসান বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা দায়ের করেন।
অভিযুক্তরা হলেন পাবনার সাথিয়া উপজেলার মহিষাখোলা গ্রামের লুৎফর আলী খাঁর ছেলে মো. হাসমত আলী এবং উল্লাপাড়া উপজেলার ফাজিলনগর গ্রামের মৃত রোকনুজ্জামানের ছেলে মো. মিজানুর রহমান। গত ২৪ অক্টোবর এ মামলা দু’টি দায়ের করা হয়।
বাদী অভিযোগ করেন, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে অর্থসহ স্বাক্ষরিত ব্ল্যাংক চেক নেন। পরে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হন তিনি।
মামলাগুলো তদন্তের দায়িত্ব সিরাজগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হাতে দিয়েছে আদালত।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায় বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।