সিরাজগঞ্জ পৌর শহরে হোসেনপুর বুড়ীবাড়ী ও মালসাপাড়া যুবকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছে। এঘটনায় সেনাবাহিনী ও পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিযে সংঘর্ষে নিয়ন্ত্রনের পাশাপাশি ৭জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আটককৃতরা হলো- মালসাপাড়া মহল্লার সোহেল, ছোট বাবু, রাহিম, ইমন, বাকি, মৃদুল ও কাজল।
সেনাবাহিনী সুত্র জানায়, মঙ্গলবার রাতে হোসেনপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে দুই মহল্লার যুবকদের মধ্যে কথাকাটি হয়। একপর্যায়ে দুই মহল্লার যুবকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে প্রায় দুই হাজার মানুষ ইটপাটকেল, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে সেনা বাহিনী ও পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। একই সাথে ৭জনকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। সেনাবাহিনী আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। আটককৃতদের জিজ্ঞাসবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।