সিরাজগঞ্জের বেলকুচিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খাঁন আলীমের সার্বিক সহযোগিতায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা যুবদলের আয়োজনে
পৌর মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে প্রায় এক হাজার পথচারীর হাতে খাবার তুলে দেয়া হয়।
এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম সরকার, সদস্য সচিব আলম প্রমানিক, উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সদস্য সচিব বনি আমিন, পৌর আহ্বায়ক আলতাফ হোসেন প্রমানিক, সদস্য শামীম আহাম্মেদ সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।