মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের কাজিপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু জামায়াত ভোটের জন্য ধর্ম বিক্রি করছে- টুকু শাহজালালে হারানো ২০ লাখ টাকা ফেরত পেলেন যাত্রী শাহজালালে এভসেকের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকার নিষিদ্ধ পণ্য বিজয় দিবসের নিরাপত্তায় র‍্যাব, প্রস্তুত ডগ ও বোম্ব স্কোয়াড ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার এনইআইআর চালুর তারিখ পেছাল এমপি প্রার্থী ও রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা জারি হাদিকে গুলি: সীমান্তে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগী আটক প্রেমিকের চা খাওয়ার ফাঁকে প্রেমিকাকে নিয়ে চলে গেল প্রাইভেট কার, অতঃপর
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গোছানো কাজে কাটুক ছুটির দিন

অনলাইন ডেস্ক: / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

নাগরিক জীবনে পুরো সপ্তাহে অক্লান্ত পরিশ্রমের পর ছুটির দিন যেন আশীর্বাদ হয়ে ধরা দেয়। এই দিনে ঘরের জমিয়ে রাখা কাজ করেন কেউ কেউ। আবার কেউ বিনা নোটিশেই উড়াল দেন দূরে কোথাও।

কেউ আবার হালকা নাস্তা সেরে বসে পড়েন পছন্দের মুভি দেখতে। কেউবা বই পড়েন। ছুটির দিনটা সবাই নিজের পছন্দের ও প্রয়োজনীয় কাজে কাটাতে পছন্দ করেন|

কেউ আবার অলসতার কারণে পুরো দিনটি মাটি হয়ে যায়। কীভাবে কাটানো যেতে পারে একটি সুন্দর ছুটির দিন? এমনই কয়েকটি উপায় দেওয়া হলো-

মজাদার খাবার রান্না করুন 

পছন্দের রেসিপি হয়তো অনেকদিন ধরেই টুকে রেখেছেন নোটবুকে, কিংবা মনে মনে ভেবে রেখেছেন। প্রয়োজনীয় সদাইপাতি করে আজই না হয় রান্নায় লেগে পড়ুন। নিজের প্রিয় খাবারটাও খাওয়া হলো, আবার পরিবারকেও ছোটখাটো একটা ‘ট্রিট’ দেওয়া হলো।

বই পড়ুন 

পছন্দের বইয়ের তালিকা আছে নিশ্চয়ই! কাজের চাপে হয়তো বইয়ের তাকে জমে থাকা ঝুল পরিষ্কার করতে পারছেন না। ছুটির দিনটাই সুযোগ। এই দিনকে কাজে লাগিয়ে বইয়ের তাকের ধুলো-ময়লা ঝেড়ে পরিষ্কার করে ফেলুন এবং প্রিয় বই নিয়ে বসে যান।

পরিবারকে সময় দিন

পুরো সপ্তাহে আমরা চাকরি নিয়ে ব্যস্ত থাকি। পরিবার-পরিজন এবং প্রিয়জনকে চাইলেও সময় দিতে পারি না। ছুটির দিনটাতে ঘরোয়া কোনো আড্ডা কিংবা খেলায় মগ্ন হয়ে যেতে পারেন। তাদের সাথে সময় কাটান, কথা বলনু। সবাই মিলে বাইরে কোথাও গিয়ে খেয়ে আসতে পারেন।

রং-তুলি নিয়ে বসে পড়ুন

ছুটির দিনে ভোরে কিংবা স্নিগ্ধ বিকেলে বসে পড়ুন ক্যানভাস এবং রং-তুলি নিয়ে। মনের মাধুরী মিশিয়ে আঁচড় কাটুন ক্যানভাসে। অনিন্দ্য  কোনো সৃষ্টিকর্ম গড়ে তুলুন।

শপিং করুন 

অনেক সময় ব্যস্ততার কারণে আমাদের শপিং করা হয় না। সাপ্তাহিক ছুটির দিন এলে এমন একটি সুযোগ তৈরি হয়। দরকারি সব জিনিস আজই তালিকা করে কিনে ফেলুন। তাহলে সারাদিন কষ্ট করে অফিস শেষ করে বাজারে দৌড়াতে হবে না। চাইলে রান্না করে ছোট ছোট অংশ রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন।  কিছুদিন আরামে কাটানো যাবে।

ঘুরতে বের হতে পারেন

চাকরি এবং পারিবারিক ব্যস্ততার কারণে অনেক সময় চাইলেই কোথাও ঘুরে আসা সম্ভব হয় না। বন্ধের দিন চাইলেই ঢাকার আশেপাশের দর্শনীয় স্থানে ঘুরে আসতে পারেন। এতে পুরো সপ্তাহে মন ও মেজাজ ফুরফুরে থাকবে। সেই সাথে প্রিয়জনের কথাও রাখা হবে।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে সরে উপরোক্ত কাজগুলো করার চেষ্টা করুন। ফুরফুরে মেজাজে সময় কাটিয়ে আবারও পরিপূর্ণ উদ্যমে কাজে ফিরতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর