শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
গণঅভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্রের ৩২৯টি র‍্যাবের উদ্ধার কারিগরি শিক্ষা: ইন্ডাস্ট্রি–ইনস্টিটিউট সম্পর্ক উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভারত থেকে দেশে ফিরলেন ১২৮ বাংলাদেশি জেলে, বন্দি বিনিময়ে ফেরত গেলেন ২৩ ভারতীয় বেলকুচিতে বিএনপি প্রার্থী আলিমের বিশাল নির্বাচনী জনসমাবেশ ইসি নির্দেশনায় গণভোটে নিরপেক্ষ ভূমিকার কথা স্মরণ করালেন জনপ্রশাসন সচিব পানি আনতে গিয়ে শিশু সন্তান হারালেন মা, র‍্যাবের অভিযানে উদ্ধার, গ্রেফতার ৪ ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ৫০৪ টেকনাফে ইয়াবাসহ ১০ মাদক পাচারকারী আটক ‎বাগেরহাটে সেনা অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জেমসের তৃতীয় স্ত্রী কে এই নামিয়া?

ছবি: সংগৃহীত / ৯০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বহু বছর হল ব্যক্তিগত বিষয়ে আলোচনা-সামলোচনার বাইরে নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস। সারাবছর গান ও কনসার্ট নিয়েই আলোচনায় থাকেন তিনি। কিন্তু হঠাৎ করেই বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনলেন তিনি। এমন খবরে তোলপাড় সামাজিক মাধ্যম। নতুন খবরে ভক্ত-সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি।তবে অনেকেই জানতে চাচ্ছেন জেমসের স্ত্রী কে এই নামিয়া আমিন?

নগরবাউল জেমসের ম্যানেজার রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘জেমসের তৃতীয় স্ত্রীর নাম নামিয়া আনাম। তার বাবা নুরুল আমিন আর মা নাহিদ আমিন। বহুবছর ধরে তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন। বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্রেই বেড়ে উঠেছেন নামিয়া। সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে।’

জেমসের সঙ্গে সম্পর্কে জাড়ান ও বিয়ের বিষয়ে রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে জেমস-নামিয়ার পরিচয়। জেমস তখন আমেরিকা ট্যুর চলছিল। সেই শো থেকে নামিয়ার সঙ্গে জেমসের সম্পর্ক শুরু হয়। আমেরিকা ট্যুর শেষে জেমস বাংলাদেশে ফিরে আসেন। কিছুদিন যেতেই নামিয়াও বাংলাদেশে ছুটে আসেন। তারপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। ২০২৪ সালের ১২ জুন তাদের বিয়ে হয়। এরপর থেকে জেমসের ঢাকার বনানীর বাসাতেই বাস করছেন দুজনেই।’

রবিনের কথায়, ‘চলতি বছরেই জেমস-নামিয়ার সংসার আলোকিত করেছে আসে পুত্রসন্তান। ৮ জুন নিয়ইয়র্কের হান্টিং টং হসপিটালে জন্ম নেয় এই দম্পতির প্রথম ছেলে সন্তান জিবরান আনাম।’

নতুন জীবন নিয়ে জেমস বলেন, ‘আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।’

এর আগে চিত্রনায়িকা রথি ও বর্তমানে আমেরিকা প্রবাসী বেনজীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেমস। ২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজীর সাজ্জাদের আলাদা হয়েছেন। কেননা বেনজীর তাদের একমাত্র কন্যা সন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিলেন। আর জেমস কোনভাবেই গান আর দেশ ছাড়বেন না। তখন সমঝোতার ভিত্তিতেই দুজনের ছাড়াছাড়ি হয়।

আর প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের এক পুত্র সন্তান দানিশ ও কন্যা জান্নাত রয়েছে। এরা দুজনে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে নিজ জীবনে ব্যস্ত সময় পার করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর